AFTERMATH



Official lyrics video of DHOA, seventh song from the debut album Jed

Post Production by: Aftermath

Production Team : Adhiraaj Communications

Executive Producer : Redhwan Md Ala
Project Supervisor : Asif Shahidullah Rafi
Project Head : Syeda Tasneem Hassan
Project Manager : Istiaque Alam Abir
Cinematography : Sami Al Hossain, Redhwan Md Ala
Free stock footage : www.pexels.com

Recorded, Mixed and Mastered in Funk Noodles Studio https://www.facebook.com/funknoodlesstudio

Jamming Partner: Funkadelic Musician’s practice pad service https://www.facebook.com/funkadelic.practisepad

Facebook: https://www.facebook.com/Aftermathbd
Instagram: https://www.instagram.com/aftermath_bangladesh/
Soundcloud: https://soundcloud.com/aftermathbd

ধোঁয়া

Lyric: Navid

মাথার ভেতরে ধোঁয়া, দেখি শুধু তোমারই ছায়া
আমি আছি কি না নেই তোমাদের মাঝে জানি না এ এক কোন মায়া
মরে মরে বেচে থাকা, তুমি মোর অস্তিত্বের পোকা
কোন এক সকালে জানি হারিয়ে যাবো দিয়ে তোমাদের ধোঁকা

ধোঁয়ার কামড় আজ বুকে এসে বাঁধে
তোমার প্রিয় গানগুলো আজও শুনি মাঝে মাঝে
ধোঁয়াই স্বপ্ন গড়ে স্পর্শ ভাঙে
ধোঁয়াই মোর দুঃখগুলো আড়মোরে রাঙে

আমার ঘরে অন্ধকার, সুবাসে ভরানো চিৎকার
ধোঁয়ায় হারানো আমি বল কি করে আজ শিখব ভুল স্বীকার
পথহারা এলোমেলো ভাবনা, সাদা কালো তোমার আল্পনা
দুঃস্বপ্নের ঘোরে ঘুম ভেঙ্গে চেয়ে দেখি মিথ্যে আমার চেতনা

চোখের দৃষ্টি আজ ঘোলা হয়ে আসে
ধোঁয়ায় ছাড়া স্বপ্নগুলো মেঘ হয়ে ভাসে
পৃথিবীর সব আলো এক সূরে মিশে
লাল নীল সাদা রঙে আগুন জ্বালে

শীর্ষ অনুভুতির ঘোর ভর করে
ক্ষনস্থায়ী তন্দ্রার শিখ-
-রে অবিরাম ভাবনার ঝংকারে
চেতনায় বেদনার অধরা দৈর্ঘ
অসম অনুকরণীয়
আবেগের মোহনায় না বলা গল্প
অর্থহীন কিন্তু স্বরনীয়
কল্পনার স্থীর চিত্রে বিরাগী রাগি বহিঃপ্রকাশে
চূর্ণ বিচূর্ণ ক্রোধের দ্রোহে

দূরে….নীড়ে….. ভিড়ে….. ধীরে
অপ্রকাশিত সৃষ্টি পোষে শেওলা মরীচিকা সাগরে
স্বর্গীয় মাধুর্যের প্রশ্রয়ে
বিস্ফোরিত চেপে থাকা জেদ হবেকি রঙধনু জোনাকি?
অর্থহীন কিন্তু স্বরনীয়

#aftermathbd #debutalbum #jed #backinrage #Officiallyricvideo #upohaash #dhoa

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *